Site icon Jamuna Television

৫০০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড থেকে ঋণ মিলবে ৪ শতাংশ সুদে

৫০০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড থেকে ঋণ মিলবে ৪ শতাংশ সুদে

সম্ভাবনাময় ও নতুন উদ্যোক্তাদের ঋণ দিতে স্টার্ট আপ ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ৫০০ কোটি টাকার এই তহবিল থেকে ঋণ মিলবে ৪ শতাংশ সুদে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় এ তহবিল অনুমোদন করা হয়।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, উদ্ভাবনী উপকরণ নিয়ে ব্যবসা করতে গেলে অনেকেই পুঁজির সংকটে পড়েন। ব্যাংকও তাদের ঋণ দিতে চায় না। তাই স্টার্ট আপ ফান্ড থেকে জামানত ছাড়াই উদ্যোক্তাদের ঋণ দেওয়া হবে।

এক্ষেত্রে ব্যাংকগুলো নিজস্ব নীতিমালা অনুসরণ করবে। এটি তদারকিতে বাংলাদেশ ব্যাংকের আলাদা ইউনিট থাকবে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ ব্যাংক। মূলত ভারতের ব্যাঙ্গালুরু প্রদেশে স্টার্ট আপ ফান্ডের আদলে এটি গঠন করা হয়েছে। এছাড়াও সভায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ম্যানেজমেন্ট নীতিমালায় কিছু সংশোধনী আনা হয়েছে।

Exit mobile version