Site icon Jamuna Television

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগের ভিত্তি নেই: ইইউ

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগের ভিত্তি নেই: ইইউ

অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগের ভিত্তি নেই, এই টিকা সম্পূর্ণ নিরাপদ। এমন দাবি করেছে ইউরোপীয় ইউনিয়ন।

জোটের বিবৃতিতে বলা হয়, টিকা গ্রহণের পর পার্শ্বপ্রতিক্রিয়ার যে অভিযোগ উঠেছে তা বিচ্ছিন্ন ঘটনা। ভ্যাকসিনটি মানুষের জন্য ব্যাপকভাবে ক্ষতিকর এমন কোনো প্রমাণ মেলেনি।

ইউরোপের নেতারা আরও জানান, বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাক্সিন নিয়েছেন। কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৪০ জনেরও কম মানুষের মধ্যে।

এরআগে এই ভ্যাকসিন গ্রহণকারীর রক্ত জমাট বেঁধে যাচ্ছে এমন অভিযোগ ওঠে। ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, থাইল্যান্ড সাময়িকভাবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার ব্যবহার স্থগিত করে। তবে এই ভ্যাকসিন প্রয়োগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ব্রিটেন-কানাডাসহ বেশিরভাগ দেশ।

Exit mobile version