Site icon Jamuna Television

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের তোলা বর্ণবাদের অভিযোগ অস্বীকার প্রিন্স উইলিয়ামের

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের তোলা বর্ণবাদের অভিযোগ অস্বীকার প্রিন্স উইলিয়ামের

ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের তোলা বর্ণবাদের অভিযোগ অস্বীকার করলেন প্রিন্স উইলিয়াম। লন্ডনের একটি স্কুল পরিদর্শনের সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

প্রিন্স উইলিয়াম জানান, ব্রিটিশ রাজপরিবার মোটেও বর্ণবাদী নয়। তবে প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলার পর তাদের সাথে এখনও এ বিষয়ে কথা বলেননি কেউ। প্রিন্স উইলিয়াম জানান, খুব শিগগিরই তাদের সাথে যোগাযোগ করা হবে।

৭ মার্চ এক টেলিভিশন সাক্ষাৎকারে হ্যারি-মেগান দম্পতি ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে বর্ণবাদের গুরুতর অভিযোগ তোলেন। এ কারণেই ব্রিটেন ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন তারা।

Exit mobile version