Site icon Jamuna Television

সীমান্ত হত্যা বন্ধ না হলে মোদিকে দেশে ঢুকতে দেয়া হবে না: যুব অধিকার পরিষদ

সীমান্ত হত্যা বন্ধ না হলে ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন যুব অধিকার পরিষদের নেতারা।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে যুব অধিকার পরিষদের সমাবেশে এ কথা বলেন তারা।

এ সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানালেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এদেশে আসতে দেয়া হবে না। নরেন্দ্র মোদিকে আনতে হলে ছাত্র যুবকদের রক্তের ওপর দিয়ে আনতে হবে।

এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, নরেন্দ্র মোদিকে আনলে বঙ্গবন্ধুকে অপমান করা হবে। ক্ষুদ্র স্বার্থের জন্য বড় স্বার্থের বিসর্জন না দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী।

ইউএইচ/

Exit mobile version