Site icon Jamuna Television

হংকংয়ের নির্বাচন প্রক্রিয়ায় আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিলো চীন

হংকংয়ের নির্বাচন প্রক্রিয়ায় আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিলো চীনের কমিউনিস্ট পার্টি। বৃহস্পতিবার চীনের পিপলস কংগ্রেসে পাস হয় হংকংয়ের নির্বাচন প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাব।

অধিবেশনে প্রস্তাবের বিপক্ষে কোনো ভোট পড়েনি। নতুন নিয়মে হংকং প্রশাসনে নিজেদের প্রতিনিধি বাড়ানোর সুযোগ পাবে চীনের কমিউনিস্ট পার্টি।

বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তে কমবে গণতান্ত্রিক ভোটে নির্বাচিত সদস্যের সংখ্যা। এছাড়া হংকংয়ের আইনসভার আসন সংখ্যা ৭০ থেকে বাড়িয়ে ৯০ করা হয়েছে। হংকংয়ে সাম্প্রতিক বেশ কয়েক দফা আন্দোলনের প্রেক্ষিতে নিজেদের নিয়ন্ত্রণ বাড়ানোর এ পদক্ষেপ নিলো বেইজিং।

সাধারণ হংকংবাসীর অভিযোগ, তাদের আর কোনো স্বাধীনতাই রইলো না। প্রস্তাব পাসের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশ।

ইউএইচ/

Exit mobile version