Site icon Jamuna Television

লেবানন থেকে দেশে ফিরছে আরও ৪৩২ বাংলাদেশি

করোনা পরিস্থিতির চাপে লেবানন থেকে দেশে ফিরছে আরও ৪৩২ বাংলাদেশি। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় শুক্রবার ৯ম ধাপে লেবানন থেকে ফিরছেন তারা।

বৃহস্পতিবার বৈরুতে তাদের হাতে বিমান টিকেট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। শুক্রবার রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে রওনা দিয়ে শনিবার সকালে দেশে ফেরার কথা প্রবাসীদের। জেল-জরিমানাসহ বিশেষ ঝামেলা ছাড়া দেশে ফেরার সুযোগ পেয়ে দূতাবাস কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রবাসীরা। লেবাননে বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির আওতায় নিবন্ধন করেন প্রায় সাড়ে ৫ হাজারের বেশি অবৈধ বাংলাদেশি। অনেকে অবশ্য অর্থের অভাবে নিবন্ধন করতে পারেননি।

এর আগে বাংলাদেশ বিমানের ৮টি বিশেষ ফ্লাইটে দেশে ফেরত এসেছেন ৩ হাজার ৩৯২ জন বাংলাদেশি। ২৪ মার্চের মধ্যে ক্লিয়ারেন্স পাওয়া বাংলাদেশিদের সবাইকে দেশে পাঠানো হবে বলে জানায় দূতাবাস।

ইউএইচ/

Exit mobile version