Site icon Jamuna Television

মশা দুর্ভোগের দায় করপোরেশন কর্মকর্তা আর কাউন্সিলদের: আতিকুল

মশা দুর্ভোগের দায় করপোরেশন কর্মকর্তা আর কাউন্সিলদের: আতিকুল

সিটি করপোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলরদের অবহেলার কারণেই মশার দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী। এমন মন্তব্য করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বলেছেন, এজন্য তার নিজেরও দায় আছে।

শনিবার সকালে রাজধানীর ১০০ ফিট এলাকায় মশা নিধনের ক্র্যাশ প্রোগ্রাম কর্মসূচি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মেয়র।

আতিকুল ইসলাম বলেন, রাজধানী জুড়ে মশার ভয়াবহতা একদিনে সৃষ্টি হয়নি। তাই দ্রুত মশা নিধন চ্যালেঞ্জিং। তবে মশা নিধন প্রক্রিয়া আধুনিক করতে কীট তত্ত্ববিদদের পরামর্শ নেয়া হচ্ছে বলেও জানান মেয়র।

এছাড়া এই কর্মসূচিতে প্রথমবারের মতো দেশে তৈরি ফগার মেশিনের পরীক্ষামূলক ব্যাবহার শুরু করেছে ডিএনসিসি। এতে সফলতা মিললে লাখ লাখ টাকা খরচ করে বিদেশ থেকে আর মেশিন আমদানির দরকার হবে না বলে জানান মেয়র। ৫ হাজার ৭শ’ টাকায় মিলছে দেশে তৈরি এই ফগার মেশিন।

Exit mobile version