Site icon Jamuna Television

করোনার সংক্রমণ বাড়ায় আবারও লকডাউনের পরিকল্পনা ইতালি সরকারের

করোনার সংক্রমণ বাড়ায় আবারও লকডাউনের পরিকল্পনা ইতালি সরকারের

করোনার সংক্রমণ বাড়ায় আবারও লকডাউনের পরিকল্পনা নিয়েছে ইতালি সরকার। সোমবার থেকে দেশটির বেশিরভাগ এলাকায় বন্ধ থাকবে বিপণীবিতান, রেস্টুরেন্ট এবং শিক্ষা প্রতিষ্ঠান।

এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকবে এ কড়াকড়ি। এর মধ্যে ইস্টার সানডে’র ছুটির সময় থাকবে সম্পূর্ণ শাটডাউন। তবে সবচেয়ে বেশি কড়াকড়ি থাকবে রোম এবং মিলানে। অঞ্চল দুটিতে প্রয়োজনে কারফিউ জারির পরিকল্পনাও রয়েছে প্রশাসনের। এদিকে প্রতিটি প্রদেশে নতুন করে অস্থায়ী হাসপাতাল গড়ে তোলার প্রস্তুতি চলছে। ইতালি ভ্রমণেও থাকবে নিষেধাজ্ঞা।

ইতালি সরকার বলছে, গেল কয়েকদিন ধরে ইতালিতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। বিশেষ করে নতুন ধরণের ভাইরাসের অস্তিত্ব মেলায় নেয়া হয়েছে এসব সতর্কতা।

গেল বছর করোনার প্রকোপ শুরু হওয়ার পর ইউরোপের প্রথম দেশ হিসেবে লকডাউন জারি করে ইতালি।

Exit mobile version