Site icon Jamuna Television

২ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ পাচ্ছে জর্জ ফ্লয়েডের পরিবার

২ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ পাচ্ছে জর্জ ফ্লয়েডের পরিবার

যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের পরিবারকে ২ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে মিনিয়াপোলিস নগর কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার এই ক্ষতিপূরণ দিয়ে মামলাটি নিষ্পত্তি প্রস্তাব নগর কাউন্সিলে সর্বসম্মতিক্রমে পাস হয়।

জাল নোট ব্যবহারের অভিযোগে গেল বছরের ২৫ মে জর্জ ফ্লয়েডকে আটক করে মিনিয়াপোলিস পুলিশ। আটকের পর ডেরেক চৌভিন নামের এক পুলিশ কর্মকর্তা ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে চেপে ধরলে তিনি মারা যান।

পরে মিনিয়াপোলিস নগর কাউন্সিলসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে ফ্লয়েডের পরিবার। আটক করা হয় পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে।

ফ্লয়েডের মৃত্যুর পর তোলপাড় শুরু হয় যুক্তরাষ্ট্রজুড়ে। বর্ণবাদের প্রতিবাদে উত্তাল হয়ে পুরো দেশ।

Exit mobile version