Site icon Jamuna Television

পাবলো এসকোবারের নাম-ছবি সম্বলিত তিন টনের বেশি কোকেন এবং মারিজুয়ানা জব্দ

পাবলো এসকোবারের নাম-ছবি সম্বলিত তিন টনের বেশি কোকেন এবং মারিজুয়ানা জব্দ

কলম্বিয়ার সাবেক মাদক সম্রাট পাবলো এসকোবারের নাম ও ছবি সম্বলিত তিন টনের বেশি কোকেন এবং মারিজুয়ানা জব্দ করেছে চিলির নিরাপত্তা বাহিনী।

দেশটির উত্তরাঞ্চলীয় এলাকায় চালানো অভিযানের সময় এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানায়, মাদকের প্রতিটি প্যাকেটের গায়ে এসকোবারের নাম এবং কয়েদি নম্বর উল্লেখ করা রয়েছে। এসব মাদকের সাথে কলম্বিয়ান কোনো গোষ্ঠী বা ব্যক্তির সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযানে ৬ জনকে গ্রেফতার করে চিলির নিরাপত্তা বাহিনী। এ সময় ১৪টি গাড়ি এবং বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয়।

১৯৯৩ সালে নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যু হয় বিশ্বের সবচেয়ে কুখ্যাত মাদক সম্রাট পাবলো এসকোবারের।

Exit mobile version