Site icon Jamuna Television

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে ভয়াবহ হামলার দুই বছর পূর্ণ হবে সোমবার

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে ভয়াবহ হামলার দুই বছর পূর্ণ হবে সোমবার

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে ভয়াবহ হামলার দুই বছর পূর্ণ হবে সোমবার। দিনটি স্মরণে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে মুসলিম কমিউনিটিসহ কিউইরা।

শনিবার হামলার শিকার আল নূর মসজিদে অনুষ্ঠিত হয় নিহতদের জন্য দোয়া মাহফিল। অংশ নেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু লিটল। বক্তব্যে বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের ওপর জোর দেন তিনি।

২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে হামলা চালায় উগ্র শ্বেতাঙ্গবাদী ব্রেন্টন ট্যারান্ট। ৫১ জন নিহত, ৪০ জনেরও বেশি আহত হয়। এ ঘটনায় নিউজিল্যান্ডের সর্বোচ্চ সাজা বিনা প্যারোলে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন ট্যারান্ট।

এদিকে হামলার ২য় বার্ষিকী সামনে রেখে এক স্মরণসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। দুঃখপ্রকাশ করে বলেন, দেশটিতে আগেও বর্ণবাদী আচরণ ও ঘৃনার শিকার হয়েছেন মুসলিমরা।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, সন্ত্রাসী হামলার পর অনেকের কাছেই শুনেছি, মুসলিম হিসেবে চিহ্নিত হওয়ার কারণে হয়রানির শিকার হয়েছেন। স্কুলে বিদ্বেষের শিকার হয়েছে শিশুরা। ১৫ মার্চের ঘটনায় আমরা বহু কিছু শিখেছি। কঠিন কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছি। আইন, সমাজ কাঠামোর সাথেও লড়তে হয়েছে। তবে, ঐক্যবদ্ধ জাতিতেও পরিণত করেছে।

Exit mobile version