Site icon Jamuna Television

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মমতা, থাকতে হবে বিশ্রামে

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মমতা, থাকতে হবে বিশ্রামে

হাসপাতাল থেকে শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় বাড়ি ফিরলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে আপাতত কয়েকদিন বিশ্রামে থাকতে হবে। ব্যবহার করতে হবে ক্র্যাচ অথবা হুইল চেয়ার।

গত বুধবার রাতে, নন্দীগ্রামে প্রচারণা চালানোর সময় ধাক্কাধাক্কিতে পড়ে যান তৃণমূল কংগ্রেস নেত্রী। পরে তাকে কলকাতায় এনে এসএসকেএমে ভর্তি করা হয়। চিকিৎসকরা আরও কয়েকদিন হাসপাতালে রাখতে চেয়েছিলেন মমতাকে। কিন্তু মমতা বাড়ি ফিরতে নাছোড়বান্দা থাকায় তাকে ছুটি দেওয়া হয়।

তবে বাড়ি ফেরার আগে তার পুরনো প্লাস্টার কেটে নতুন প্লাস্টার করা হয়।

Exit mobile version