Site icon Jamuna Television

লারার ব্যাটেই হারের স্বাদ বাংলাদেশের

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে টানা চতুর্থ হারের স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে। ভারত, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার পর এবার উইন্ডিজের সাথে বাংলাদেশের লিজেন্ডসরা হেরেছে ৫ উইকেটে।

টস হেরে ব্যাটিং’য়ে নেমে নাজিমুদ্দিন ৩৩ ও মেহরাব হোসেন ৪৪ রানে শুরুটা বেশ ভালো হয়েছিলো বাংলাদেশের। পরে আফতাব আহমেদের আফতাব আহমেদের ৩১ আর মোহাম্মদ শরীফের ঝড়ো ২৬ রানের সুবাদে ১৬৯ রান তোলে বাংলাদেশ।

জয়ের জন্য ১৭০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ২২ রানে উইলিয়াম পার্কারকে ফেরান মুশফিক আর ৩৪ রানে রিডলি জেকবসের উইকেট শিকার করেন আব্দুর রাজ্জাক।

গুরুত্বপূর্ন দুই উইকেট তুলে নিলেও সিনিয়র টাইগারদের হার মানতে হয় ব্রায়ান লারার অপরাজিত ৩১ ও মাহেন্দ্রার অপরাজিত ১৬ রানে কাছে। শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে য়ায় উইন্ডিজ।

Exit mobile version