Site icon Jamuna Television

গাজীপুরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

গাজীপুরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

গাজীপুরের কাশিমপুরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে ভর্তি করা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে।

শনিবার ভোরে ভূইয়াপাড়া এলাকায় জাকির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভাড়াটিয়া সুমন মিয়া কয়েল জ্বালাতে গেলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে রুমের দরজাসহ দুই পাশের দেয়াল ধসে পড়ে। দগ্ধ হয় সুমন মিয়া, তার স্ত্রী মরিয়ম বেগম ও শিশু সন্তান সাকিন মাহমুদ। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Exit mobile version