Site icon Jamuna Television

প্রায় ১৫ ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে যান চলাচল শুরু

প্রায় ১৫ ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে যান চলাচল শুরু

প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে যান চলাচল শুরু হয়েছে। ট্রাক চালককে মারধরের প্রতিবাদে অবরোধ করে রাখেন পরিবহন শ্রমিকরা। এতে আটকা পড়ে বহু যানবাহন।

পরিবহন শ্রমিকদের অভিযোগ, গত রাত ১১টার দিকে নেত্রকোণা-৫ আসনের এমপি ওয়ারেছাত হোসেন বেলালের গাড়ি সাইড না দেয়ায় তার সমর্থকরা এক ট্রাক চালককে মারধর করে। প্রতিবাদে গতরাত থেকেই সড়কের কাশিগঞ্জ এলাকা অবরোধ করে রাখেন পরিবহন শ্রমিকরা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া পর্যন্ত রাস্তায় অবস্থানের ঘোষণা দেয় তারা।

এদিকে অবরোধের কারণে সড়কে দু’পাশে আটকা পড়ে অসংখ্য গাড়ি। তৈরি হয় দীর্ঘ যানজট। পরে প্রশাসনের আশ্বাসে আজ দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নেন পরিবহন শ্রমিকরা।

Exit mobile version