Site icon Jamuna Television

পুরুষের সামনে মেয়েদের গান গাওয়া নিষিদ্ধ করলো আফগানিস্তান

আফগানিস্তানে ১২ বছরের বেশি বয়সী মেয়েদের গান গাওয়া নিষিদ্ধ করা হয়েছে।
দেশটির শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়, যাদের বয়স ১২ বছরের বেশি তারা কোনো ধরনের অনুষ্ঠানে বা উন্মুক্ত স্থানে গান গাইতে পারবে না। তবে শতভাগ দর্শকই নারী এমন অনুষ্ঠানেই কেবল ১২ বছরের অধিক বয়সী স্কুলছাত্রীরা গান গাইতে পারবে। আর পুরুষ সংগীত শিক্ষকরাও আর ছাত্রীদের গান শেখাতে পারবেন না।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাথে তালেবানের শান্তিচুক্তি নিয়ে আলোচনা চলছে। চুক্তি হলে তালেবান আফগানিস্তানে ফের ক্ষমতায় আসতে পারে, এ নিয়ে দেশটির জনগণের মধ্যে শঙ্কা কাজ করছে। এমন পরিস্থিতিতে আফগান সরকার এ সিদ্ধান্ত নিলো।

Exit mobile version