Site icon Jamuna Television

দেশের সংবিধান একনায়কতন্ত্রের সংবিধানে পরিণত হয়েছে: জি এম কাদের

ফাইল ছবি

দেশের সংবিধান গণতন্ত্র চর্চার জন্য নয়, এটি একটি একনায়কতন্ত্রের সংবিধানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ৯১ এর পর থেকে দেশে একনায়কতন্ত্রের চর্চা চলছে। যে সরকারই ক্ষমতায় আসে, নিজেদের মতো করে সংবিধান পরিবর্তন করেন।

জি এম কাদের বলেন, সরকার মানুষের ভোটের অধিকার ও বাক স্বাধীনতা হরণ করেছে। দেশের জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাবেন বলেও জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

ইউএইচ/

Exit mobile version