Site icon Jamuna Television

মাহফিল নিয়ে প্রতারণার অভিযোগ, মাওলানা শরিফুল গ্রেফতার

মাহফিল নিয়ে প্রতারণার অভিযোগে মাওলানা শরিফুল ইসলাম নামে এক হুজুরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ জামে মসজিদে ইমামতি করলেও তিনি খতিব পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। মাহফিলে প্রধান বক্তা হিসেবে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আসছেন, এমন কথা বলে আয়োজকদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন তিনি।

তেজগাঁও বিভাগের ডিসি হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী যেখানে বেশি টাকা পান, সেখানে ওয়াজ করেন। আর সে সুযোগটাই কাজে লাগিয়েছে এ প্রতারক।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এমন প্রতারণার সাথে মীর হাবিবুর রহমান যুক্তিবাদীও জড়িত থাকতে পারেন।

ইউএইচ/

Exit mobile version