Site icon Jamuna Television

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফেনী প্রতিনিধি:

ফেনী শহরের সদর হাসপাতাল মোড়ে অটোরিকশা-সিএনজির মুখোমুখি সংঘর্ষে
জুনায়েরা নামে এক বছরের এক শিশু নিহত হয়েছে। এ সময় ৫ জন আহত হয়েছেন।

নিহত জুনায়েরা শাহীন অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজের বাংলা প্রভাষক জুনায়েদ
উল্যাহর মেয়ে। তারা ফুলগাজী থেকে ফেনীতে যাচ্ছিলো। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েরার বাড়ি ফুলগাজী সদর ইউনিয়নের সোনাপুর গ্রামে। আর একই সময়ে ফেনী-সোনাগাজী সড়কের ধলিয়া এলাকায় দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন যাত্রী আহত হয়েছেন।

গত রাতে ফেনীর সোনাগাজী উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে ক্রেতাদের চাপা দিলে ঘটনাস্থলে ফখরুল ইসলাম শাওন নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাগাজীর মুহুরী প্রজেক্ট সংলগ্ন এলাকায় একটি দ্রুতগতির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চা দোকানে ঢুকে ক্রেতাদের চাপা দিলে ঘটনাস্থলে শাওনের মৃত্যু হয়। শাওন সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের আকরাম আলী হাজী বাড়ির মো. আহাছান উল্লাহ মিয়ার ছোট ছেলে ও চট্টগ্রাম বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী।

সোনাগাজী থানার ওসি ও ফেনী মডেল থানার ওসি ২ জন নিহত ও ১০ জন
আহতের সত্যতা নিশ্চিত করেছেন।

ইউএইচ/

Exit mobile version