Site icon Jamuna Television

সৌরভের লজ্জার রেকর্ড ভাঙলেন ভিরাট

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লজ্জার এক রেকর্ড গড়েছেন ভারতের বর্তমান অধিনায়ক ভিরাট কোহলি। এ ম্যাচে শূন্য রানে আউট হয়ে ভেঙ্গেছেন সৌরভ গাঙ্গুলীর গড়া লজ্জার এক রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়ে অধিনায়ক হিসেবে ব্যাট হাতে এখন পর্যন্ত ১৪ বার শূন্য রানে আউট হলেন ভিরাট। আর তাতেই মালিক হলেন লজ্জার এক রেকর্ডের।

অন্যদিকে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ক্যাপ্টেন থাকা অবস্থায় ১৩ বার শূন্য রানে আউট হয়েছিলেন যা ভারতের ক্রিকেটে সর্বোচ্চ। সৌরভকে তার সেই লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিলেন ভিরাট।

১৪ বার শূন্য রানে আউট হওয়া ভিরাটের এই অস্বস্তিকর রেকর্ডের সাক্ষী হলো নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম। পেশাদার ক্রিকেট থেকে অবসর গিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্ব পালন করছেন গাঙ্গুলী। তাই তিনিও হয়তো এই বিব্রতকর রেকর্ড থেকে মুক্তি পেয়ে খুব বেশি স্বস্তিতে নেই।

Exit mobile version