Site icon Jamuna Television

নবীনগরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

শনিবার ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্ট এর উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

ট্রাস্টের সভাপতি মো. জাহাঙ্গীর মিয়ার সভাপতিত্বে ও রবিন সাইফের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তf একরামুল ছিদ্দিক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, নবীনগর থানার ওসি (তদন্ত) নূরে আলম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনির, উপজেলা শিল্পকলার সাধারণ সম্পাদক মাহাবুব আলম লিটন, ট্রাস্টের সমন্বয়ক রিফাতুল হক প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ১০ জন বিজয়ীর মাঝে নগদ ৩০ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট এবং হেলথ কার্ড প্রদান করেন। উল্লেখ্য, ট্রাস্টের উদ্যোগে বছরব্যাপী নবীনগর উপজেলার ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৬৫ টি মাদ্রাসার ১১০০ শিক্ষার্থী উপজেলার ৭টি ভেন্যুতে এ প্রতিযোগিতায় অংশ নেয়।

Exit mobile version