Site icon Jamuna Television

মশা নিধনে আধুনিক পদ্ধতি প্রয়োগ করতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন: আতিকুল

মশা নিধনে আধুনিক পদ্ধতি প্রয়োগ করতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন: আতিকুল

মশা নিধনে সনাতনি পদ্ধতি এখন আর কার্যকর নয়। তাই আধুনিক পদ্ধতি প্রয়োগ করতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। মশক নিধন কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ কথা জানালেন মেয়র আতিকুল ইসলাম।

রোববার সকালে রাজধানীর রবীন্দ্র সরণি বটতলা লেক এলাকায় মশক নিধনের ক্র্যাশ প্রোগ্রাম কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি বলেন, মশক নিধনে কারও গাফিলতি সহ্য করা হবে না। এরই মধ্যে একজন কাউন্সিলরকে শোকজ করা হয়েছে বলেও জানান তিনি।

মেয়র বলেন, মশক নিধনে বর্তমানে যে ওষুধ প্রয়োগ করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন রয়েছে। তাই ওষুধের কার্যকারিতা যাচাই করা হচ্ছে বলে জানান মেয়র।

Exit mobile version