Site icon Jamuna Television

মিয়ানমার জান্তাকে প্রতিরোধে ‘বিপ্লবের’ ডাক স্বঘোষিত সরকারের

মিয়ানমার জান্তাকে প্রতিরোধে ‘বিপ্লবের’ ডাক স্বঘোষিত সরকারের

মিয়ানমারের জান্তার বিরুদ্ধে বিপ্লবের ডাক দিয়েছেন নির্বাসিত বেসামরিক সরকারের ভারপ্রাপ্ত প্রধান উইং খাইং থান। সেনা অভ্যুত্থানের পর প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিলেন স্বঘোষিত সরকারের কোনো নেতা।

ফেসবুকে পোস্ট করা ভিডিওবার্তায় বর্তমান পরিস্থিতিকে দেশের সবচেয়ে অন্ধকার সময় বলে আখ্যা দেন তিনি। অং সান সুচির দল এনএলডির সিনিয়র নেতা খাইং থান জানান, আত্মরক্ষার অধিকার নিশ্চিতে আইন তৈরি করবে স্বঘোষিত এই সরকার।

এদিকে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে এখনও উত্তাল মিয়ানমার। শনিবার আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিতে প্রাণ গেছে আরও ১২ জনের। মান্দালয়, পিয়ায় ও ইয়াঙ্গুনে হয় হতাহতের ঘটনা। নিহতদের মধ্যে ১৩ বছরের এক শিশুও রয়েছে বলে জানায় মানবাধিকার সংগঠন।

শনিবারও অব্যাহত ছিল নিরাপত্তা বাহিনীর ধরপাকড়। রাতভর সাড়াশি অভিযানে আটক করা হয় বহু আন্দোলনকারীকে।

Exit mobile version