Site icon Jamuna Television

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবারও আংশিক লকডাউন হতে যাচ্ছে ইতালিতে

আশঙ্কাজনক হারে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে আবারও আংশিক লকডাউন আরোপ হতে যাচ্ছে ইতালিতে। সোমবার থেকে কার্যকর হবে কড়াকড়ি। এক বিবৃতিতে করোনার নতুন ওয়েভের বিষয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

নতুন ঘোষণা অনুযায়ী ইতালির বেশিরভাগ অঞ্চলেই বন্ধ থাকবে দোকানপাট, রেস্টুরেন্ট ও স্কুল। চাকরি, স্বাস্থ্যসেবাসহ জরুরি প্রয়োজন ছাড়া ঘরেই থাকতে হবে বাসিন্দাদের। অন্তত এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকবে কড়াকড়ি। আর ইস্টার সানডের ছুটি উপলক্ষে ৩ থেকে ৫ এপ্রিল পূর্ণ শাটডাউনের ঘোষণাও দিয়েছে সরকার।

ইউরোপে করোনায় প্রাণহানির দিক থেকে যুক্তরাজ্যের পরেই অবস্থান ইতালির। দেশটিতে ১ লাখের বেশি মৃত্যু হয়েছে ভাইরাসটিতে। গত দেড় মাস ধরে ২৫ হাজারের ওপর সংক্রমণ শনাক্তের হার।

ইউএইচ/

Exit mobile version