Site icon Jamuna Television

জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার বরুড়া উপজেলা আদ্রা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাই-
ভাতিজাদের হাতে চাচা খুন হয়েছে।

শনিবার রাত ১টায় শরীফ তার বাবা সোলেমান ও চার ভাই (রুবেল, মাসুদ, জুয়েল, সজিব) সহ চাচা শাহজাহানকে ঘর থেকে বের করে এনে মারধর করে। এরই এক পর্যায়ে তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়।

রাত ১টায় শরিফের পরিবার মাহফিল থেকে এসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা শাহাজাহানকে মারধর করে। পরে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে আটক করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল মর্গে পাঠানো হয়।

এই বিষয়ে বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের চেয়ারম্যান আ. করিম বলেন, ঘটনার
সত্যতা পাওয়া গেছে। পুলিশ এসে ৩ জনকে গ্রেফতার করেছে।

পুলিশের এসআই মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে আমরা এসে লাশ উদ্ধার করি।
ময়নাতদন্তের জন্য মেডিকেলের মর্গে পাঠানো হয়। এখনও কোনো মামলা হয়নি। দুই পরিবার জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাই ভাতিজারা মিলে শাহজাহানকে হত্যার সত্যতা পাওয়া যায়।

ইউএইচ/

Exit mobile version