ফুলহ্যামের বিপক্ষে প্রত্যাশিত ৩-০ গোলের বড় জয় পেয়েছে টেবিল টপার ম্যানচেস্টার সিটি। আর এভারটন ২-১ গোলে হেরেছে বার্নলির বিপক্ষে।
ইপিএলে চেলসির ড্র আর এভারটনের হারের পর ম্যানসিটির বিপক্ষে আপসেটের ইঙ্গিত দিয়েছিলো ফুলহ্যামও। ইনফর্ম সিটিজেনদের প্রথমার্ধে গোল পেতে দেয়নি ফুলহ্যাম। তবে দ্বিতীয়ার্ধে আর আটকানো যায়নি গার্দিওলার দলকে।
৪৭ মিনিটে ডিফেন্ডার জন স্টোনের গোলে প্রথম লিড নেয় সিটি। ৫৬ মিনিটে ম্যানসিটির ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল হেসুস। ৬০ মিনিটে তৃতীয় গোল পায় গার্দিওলার দল।
তবে সিটিজেনরা সবচেয়ে বড় স্বস্তি পায় গোলদাতা সার্জিও অ্যাগুয়েরো হওয়ায়। ক্লাব ইতিহাসের অন্যতম সফল এই স্ট্রাইকার একবছরের বেশি সময় পর স্কোর শিটে নাম তুলেছেন এই ম্যাচে।
ইউএইচ/

