Site icon Jamuna Television

কোহলিকে তুলোধোনা করলেন সেবাগ

হঠাৎ রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়ায় কোহলিকে তুলোধোনা করেছেন বীরেন্দ্র সেবাগ। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, হঠাৎ রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া কেন- এমন প্রশ্ন তুললেন বীরেন্দ্র সেবাগ। তার আরও প্রশ্ন, ভিরাট কোহলির ক্ষেত্রেও কি তবে বিশ্রামের নীতি খাটবে? এমন কথা দিয়ে কোহলিকে তুলোধোনা করেছেন তিনি।

একটি ক্রিকেট ওয়েবসাইটকে সেবাগ বলেন, শুনলাম রোহিত শর্মাকে প্রথম দুটো ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। এটা শোনার পর আমার প্রশ্ন, এই নিয়ম কি ভিরাট কোহলির জন্যও প্রযোজ্য? আমি তো এরকম একটা ম্যাচও মনে করতে পারছি না, যেখানে কোহলি নিজে বিশ্রাম নিয়েছে। অধিনায়ক নিজে যদি বিশ্রাম না নেয়, তাহলে সে অন্য একজনকে বিশ্রাম নিতে বলছে কী করে?

শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে রোহিত শর্মা দলে ছিলো না। টসের সময় এই নিয়ে কোহলিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রথম দুটি ম্যাচে এই ওপেনারকে বিশ্রাম দেওয়া হয়েছে। এদিকে, ২৭ বল বাকি থাকতে ভারত ৮ উইকেটে হেরেছে।

ইউএইচ/

Exit mobile version