Site icon Jamuna Television

ফের নতুন অবতারে ধোনি, আলোড়ন নেটদুনিয়ায়

ফের নতুন অবতারে হাজির হয়েছেন ধোনি, আর সেই ছবি দেখে নেটদুনিয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, মাঝেমধ্যেই নিত্যনতুন অবতারে আবির্ভূত হন মহেন্দ্র সিংহ ধোনি। নতুন বেশে হাজির হয়ে চমকে দেন ভক্তদের। কিন্তু শনিবার তার যে রূপ দেখা গেলো, তার জন্যে বোধ হয় প্রস্তুত ছিলেন না কেউই। নেটমাধ্যমে তার ছবি ছড়িয়ে পড়তেই তুমুল ভাইরাল হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ধোনির এমন নতুন সাজের কারণ কী?

ভারতের প্রাক্তন অধিনায়কের নতুন বেশ টুইট করেছে ‘স্টার স্পোর্টস’ চ্যানেল। নতুন অবতারে ধোনিকে দেখা গিয়েছে সম্পূর্ণ ন্যাড়া অবস্থায়। হ্যাঁ, ভারতের প্রাক্তন অধিনায়কের মাথা সম্পূর্ণভাবে কামানো।

জানা গিয়েছে, আসন্ন কোনও বিজ্ঞাপনের জন্যেই নাকি এই বেশ ধারণ করেছেন তিনি। তবে এটি কোনও পণ্যের বিজ্ঞাপন, নাকি তার আইপিএল দল চেন্নাই সুপার কিংসের, সে ব্যাপারে কোনো পক্ষই মুখ খোলেনি। ধোনির ঘনিষ্ঠরাও মুখে কুলুপ দিয়েছেন।

তবে এটা জানা গিয়েছে, ছবিটি কোনও মার্শাল আর্ট ট্রেনিং ক্যাম্পের। শনিবারও সিএসকে’র হয়ে অনুশীলন করেছেন তিনি। সেই ছবিও ফ্র্যাঞ্চাইজির অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version