
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি
ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছে, যা রাজনৈতিক সৌজন্যবোধের মধ্যে পড়ে না। এমন মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
এ সময় বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে হতাশায় নিমজ্জিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রাজনীতি ভুলে ব্যবহার্য বিষয় এখন বিএনপির আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যের বিরুদ্ধে কথা বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখতে বিএনপি নেতাদের পরামর্শ দেন তিনি।
ব্রিফিং শেষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন ওবায়দুল কাদের।
ইউএইচ/



Leave a reply