Site icon Jamuna Television

বাংলাদেশ জার্নালিস্ট অ্যালায়েন্স পুরস্কার পেলেন যমুনা টিভির ইব্রাহিম খলিল

মুজিববর্ষে ‘আইনী বিপদগ্রস্তদের মঙ্গলার্থে অবদান’ ক্যাটাগরিতে ‘বাংলাদেশ জার্নালিস্ট অ্যালায়েন্স পুরস্কার-২০১৯’ পেয়েছেন যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট ইব্রাহিম খলিল।

বাংলাদেশ সাংবাদিক জোট ঘোষিত ২০১৯ সালে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাঠ পর্যায়ের সাংবাদিকদের মধ্য থেকে একাধিক ক্যাটাগরিতে বাসাজ সম্মাননা ২০১৯ ও নগদ ৫০ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ঘোষিত ক্যাটাগরির মধ্যে বিপদগ্রস্ত ব্যক্তি বা পরিবার বা সমাজের কোনো বিশেষ শ্রেণির মঙ্গলার্থে অবদান রাখায় পুরস্কার প্রাপ্ত হন যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট ইব্রাহিম খলিল।

Exit mobile version