Site icon Jamuna Television

শ্রমিক আলাউদ্দিন হত্যায় কাদের মির্জাসহ ১৬৪ জনের নামে মামলার আবেদন

আমাকে হত্যার চেষ্টা চলছে: কাদের মির্জা

নোয়াখালীতে ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি আলাউদ্দিন হত্যার ঘটনায় করা মামলার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য ১৫ দিন সময় নিয়েছে আদালত।

কোম্পানীগঞ্জ থানায় এ সংক্রান্ত কোন মামলা হয়েছে কিনা, আদালত এ সময়ের মধ্যে ওসিকে তা জানাতে বলেছেন। মামলার আবেদনে আসামি করা হয়েছে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা, তার ছোট ভাই শাহদাত হোসেন, কাদের মির্জার ছেলে মাশরুর কাদেরসহ ১৬৪ জনকে। বাদি নিহত আলাউদ্দিনের ভাই এমদাদ।

রোববার দুপুরে মামলা গ্রহণের জন্য আবেদন গ্রহণ করেন আদালত। বিকেল তিনটায় ২ নম্বর আমলী আদালতে হয় শুনানি। আদালত এ সংক্রান্ত মামলা থানায় হয়েছে কিনা, তা আগামী ১৫ দিনের মধ্যে জানাতে বলেন ওসিকে। এরপর আদালতে করা এজাহারের বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে।

মঙ্গলবার রাতে নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে মারা যান ওয়ার্ড শ্রমিকলীগ সভাপতি আলাউদ্দিন। পরে পরিবারের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ থানায় মামলার আবেদন করা হলেও পুলিশ তা গ্রহণ করেনি।

Exit mobile version