Site icon Jamuna Television

উন্নয়নের জন্য মানবসম্পদে নজর বাড়াতে হবে: জাপানি রাষ্ট্রদূত

বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে ব্যবসা করার সূচকের উন্নতি করতে হবে। একইসাথে মানব সম্পদ উন্নয়নে নজর বাড়ানোর বিকল্প নেই। এমন মত ঢাকাস্থ জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি’র।

রোববার বিকেলে জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-জেবিসিসিআই এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আগামী দুই বছর বাংলাদেশে আরও জাপানি কোম্পানির বিনিয়োগ আনতে উদ্যোগ নেবে নতুন কমিটি।

একইসাথে বর্তমানে বিনিয়োগকৃত কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণের বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেয়ার কথাও জানান নতুন সভাপতি আসিফ এ চৌধুরী। স্বাধীনতার বছরে উন্নয়নশীল দেশের কাতারে উন্নয়ন বাংলাদেশের জন্য বড় অর্জন বলে জানান জাপানী রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেন, টেকসই উন্নয়ন ধরে রাখতে মানব সম্পদ উন্নয়ন ও ব্যবসা করার সূচকে বড় ধরনের উন্নতি করতে হবে বাংলাদেশকে।

Exit mobile version