Site icon Jamuna Television

ঢাকা প্রিমিয়ার লিগে কমছে ক্রিকেটারদের পারিশ্রমিক

আসছে মে মাসের ৬ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। গত বছরের অসমাপ্ত লিগ শেষ করা হবে নতুন করে। তবে এবার ডিপিএলের ফরমেট হবে টি টোয়েন্টি।

এর আগে গেল বছরের ১৬ মার্চ করোনার কারণে বন্ধ হয়ে গিয়েছিলো ঢাকা লিগ। তবে করোনার ধকল সামলে অবশেষে মাঠে গড়াচ্ছে গড়াচ্ছে ২০১৯-২০ মৌসুমের লিগ।

সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, এবারের ডিপিএলএ থাকবে সুপার সিক্স পর্ব, সেই সাথে রেলিগেশনও। তবে গেলবার ক্রিকেটাররা নিজেরা আলোচনা করে পারিশ্রমিকে যুক্ত হয়েছিলো ক্লাবগুলোর সাথে। সেই পারিশ্রমিক কমে যাবে নির্দিষ্ট হারে।

যাদের পারিশ্রমিক ২৫ থেকে ৪০ লাখ টাকা তাদের ২০% আর এর চাইতে বেশি হলে সর্বোচ্চ ২৫% পারিশ্রমিক কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে সিসিডিএমে।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও বিকেএসপির তিন মাঠে প্রতিদিন হবে ৬ ম্যাচ।

Exit mobile version