Site icon Jamuna Television

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ২ শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি কর্পোরেশনের আহাকি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেরে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির নিচে ওই দুই শিশু কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দু’টি উদ্ধার করে।

কোনাবাড়ী থানার ইন্সপেক্টর তদন্ত মো. মালেক খসরু খান জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে শিশু দুজন ওই রেল লাইনের পাশে খেলতে এসে এ দুর্ঘটনায় পড়েছে। তাদের বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে হবে।

Exit mobile version