Site icon Jamuna Television

পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে ‘জনতার কণ্ঠ’

রাজধানীতে সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে অনলাইন পোর্টাল ‘জনতার কণ্ঠ’ পরিবার। প্রতিষ্ঠানটির উপদেষ্টা তরুণ সমাজসেবক রাকিবুজ্জামান আহমেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এ খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়।

শনিবার (১৩ মার্চ) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে পথশিশুদের নিয়ে এ আয়োজন করে জনতার কণ্ঠ। এতে অর্ধশতাধিক পথশিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।

‌‌পিছিয়ে পড়া মানুষের কথা বলে’ স্লোগানে জনতার কণ্ঠ সংবাদ পরিবেশনার পাশাপাশি সামাজিক বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশীদার। সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কার্যক্রম পরিচালনায়ও বদ্ধপরিকর জনতার কণ্ঠ। পাশাপাশি মানুষের কল্যাণের জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করছে এ প্রতিষ্ঠান।

এ প্রতিষ্ঠান থেকে অর্জিত আয়ের একটি অংশ সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য ব্যয় করা হবে বলে খাবার বিতরণ কর্মসূচিতে জানান জনতার কণ্ঠের সম্পাদক এম এ আহাদ শাহীন। তিনি বলেন, আমরা তথ্য-প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে কর্মহীন, প্রতিবন্ধী ও সমাজের পিছিয়ে পড়াদের এগিয়ে নেয়ার মাধ্যমে বেকারত্ব দূর করতে চাই। এ নিয়ে আমরা একটি প্রকল্প প্রস্তাবনাও প্রস্তুত করেছি।

সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহয়তা পেলে প্রস্তাবনাটি এগিয়ে নেয়া সম্ভব বলেও জানান জনতার কণ্ঠের সম্পাদক। একই সঙ্গে উপদেষ্টা রাকিবুজ্জামান আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

Exit mobile version