Site icon Jamuna Television

সিভিল অ্যাভিয়েশন ও রেলওয়ের বিরুদ্ধে মামলা করবে ডিএনসিসি

মশা নিধন কার্যক্রমে সহায়তা না করায় সিভিল অ্যাভিয়েশন ও রেলওয়ের বিরুদ্ধে মামলা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এমন হুঁশিয়ারি দিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

রোববার সকালে রাজধানীর আশকোনা হজক্যাম্প এলাকায় মশা নিধন কার্যক্রম পরিদর্শনে এসে একথা জানান তিনি। মশা নিধনে ক্র্যাশ প্রোগ্রামের অংশ হিসেবে আজ আশকোনা এলাকায় কার্যক্রম চালাচ্ছে সিটি করপোরেশন।

মেয়র জানান, কার্যক্রমের গতি আনতে কর্মীদের যথা সময়ে কাজে যোগদান নিশ্চিতে আগামী কাল থেকে ফিঙ্গারপ্রিন্ট চালু হচ্ছে। কাজে কারও গাফিলতি থাকলে তাদের ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version