Site icon Jamuna Television

নেত্রকোণায় কৃষক হত্যা দিবস পালিত

১৯৯৫ সালে ১৫ মার্চ ন্যায্যমূল্যে সার চাওয়ায় খালেদা-নিজামীর বিএনপির জোট সরকারের আমলে পুলিশের গুলিতে নিহত ১৮ জন কৃষকের স্মরণে নেত্রকোণায় কৃষক হত্যা দিবসে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা কৃষকলীগের উদ্যোগে জেলা কৃষকলীগের সভাপতি ও কেন্দ্রীয় কৃষকলীগ সদস্য কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

এসময় আরও বক্তব্য রাখেন, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Exit mobile version