Site icon Jamuna Television

গাজীপুরে হাইড্রোলিক হর্ন অপসারণে অভিযান

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে শব্দ দূষণ করে যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় অভিযানে নেমেছে হাইওয়ে পুলিশ। সোমবার বিকেলে চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৩ শতাধিক হাইড্রোলিক হর্ন অপসারণ করে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা ও মামলা দায়ের করা হয়।

স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় উচ্চ আদালতের নির্দেশে এ অভিযান চলবে বলে জানায় পুলিশ। এসময় পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনকে তাদের যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন অপসারণের আহ্বান জানান তারা।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মনোয়ার হোসেন, সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক, মো. শাহাদত হোসেনসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version