Site icon Jamuna Television

টাঙ্গাইলে মাস্ক না পরায় আর্থিক জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি:

করোনাভাইরাস প্রতিরোধে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে টাঙ্গাইলে মাস্ক ব্যবহার না করায় আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ মার্চ) বিকেলে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় জন সাধারণের মাঝে মাস্কও বিতরণ করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, জেলা প্রশাসকের নির্দেশে করোনাভাইরাসে প্রতিরোধে শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় মাস্ক ব্যবহার না করে চলাচল করায় তিনজনকে ৮০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Exit mobile version