Site icon Jamuna Television

নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত মোসাদ্দেক হোসেন সৈকত

গেল কয়েকবারের নিউজিল্যান্ড সফরের চাইতে এবারের সফরটি একটু অন্যরকম। প্রতিবার নিউজিল্যান্ডে গিয়ে অসহায় আত্মসমার্পন করলেও এবার টাইগাররা সেই স্মৃতীগুলো নতুন করে ফিরিয়ে আনতে চায় না। দলের প্রতিটি খেলোয়াড়ই মুখিয়ে আছে নিউজিল্যান্ডের মাটিতে জয় তুলে নিতে।

সবকিছু ভালোই চলছিলো টাইগারদের কিন্তু হঠাৎ করেই ছন্দ পতন ঘটলো তাদের। অনুশীলনের সময় চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে পড়ার সঙ্কায় পড়েছে টাইগারদের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তাই প্রস্তুতি ম্যাচের সেরা একাদশেও তাকে রাখা হয়নি।

নিউজিল্যান্ড থেকে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, কুইন্সটাউনে ফিল্ডিং প্র্যাকটিস করার সময় হাঁটুতে চোট পায় তাই দুই দলে ভাগ করে বাংলাদেশ যে প্রস্তুতি ম্যাচ খেলবে সেখানে জায়গা হয়নি মোসাদ্দেকের।

টাইগারদের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নিক লি জানিয়েছেন, মোসাদ্দেক ছাড়া দলের বাকি সবার ফিটনেস বেশ ভালো রয়েছে। ফিটনেস কোচ আরও বলেন, ক্রাইস্টচার্চে দুই সপ্তাহের কোয়ারেন্টিনের সময় সবাইকে হালকা ব্যায়াম করতে দেওয়া হয়েছিল। প্রথম সপ্তাহে সবাই রুমের মধ্যে হালকা ব্যায়াম করেছে। এরপর থেকে জিম ব্যবহার শুরু করেছে। পরের ধাপে রানিং আর স্কিল অনুশীলন শুরু হয়েছে। এভাবে এগোনোতে সবার ফিটনেসের অবস্থা বেশ ভালো।

মঙ্গলবার কুইন্সটাউনে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ শেষে ডানেডিন যাবে টাইগাররা। ২০ মার্চ থেকে সেখানেই শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

Exit mobile version