Site icon Jamuna Television

ক্রীড়া উপস্থাপিকাকে বিয়ে করলেন জাসপ্রিত বুমরাহ

অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। কনে দেশটির জনপ্রিয় ক্রীড়া টিভি উপস্থাপিকা সানজানা গনেশন।

গোয়ায় বিলাসবহুল এক রিসোর্টে বিয়ের পিড়িতে বসেন বুমরাহ। করোনার কারণে বিয়ের অনুষ্ঠান অনেকটা সাদামাটা ভাবেই হয়েছে।

উপস্থিত ছিলেন শুধু কেবল ঘনিস্ট জনরাই। ইংল্যান্ড সিরিজে ব্যস্ত থাকায় বিয়েতে উপস্থিত ছিলেন না বুম্রাহর জাতীয় দলের সতীর্থরা। বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বুমরাহ নিজেই।

Exit mobile version