Site icon Jamuna Television

চলেই গেলেন মোহাম্মাদ শরিফের বড় ভাই জিয়াউর

মারাগেছেন জাতীয় ক্রিকেটার মোহাম্মদ শরিফের বড় ভাই জিয়াউর রহমান। সোমবার সকাল ১০ টায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি। দীর্ঘ দিন লিভার সিরোসিসে ভুগছিলেন তিনি।

জিয়াউর রহমানের সুস্থতার জন্য প্রয়োজন ছিল লিভার প্রতিস্থাপন। তবে মিলছিল না কাঙ্খিত ডোনার। ভারতে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ লেজেন্ডের হয়ে খেলতে যেয়ে সেখান থেকেই এমন আকুতি ছিলো শরিফের।

বড় ভাইয়ের শারীরিক অবস্থা অবনতি হলে ভারতে থেকে রোববার দেশে ফেরেন শরিফ। তবে সোমবার সকালে সব ভালোবাসা ছিন্না করে চলে যান জিয়াউর। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০ টায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি। সোমবার জানাজা শেষে বাবার কবরের পাশে শাইত করা হয় মোহাম্মদ শরিফের ভাই জিয়াউর রহমান।

Exit mobile version