Site icon Jamuna Television

ব্যাট হাতে আগের রূপে ফিরেছেন আফতাব আহমেদ

সেই আগের রূপে ফিরে এসেছেন আফতাব আহমেদ। রোডস সেফটি ওয়াল্ড সিরিজে দক্ষিণ আফ্রিকার লিজেন্ডসদের বিপক্ষে ৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছে আফতাব। সিনিয়র টাইগারদের হয়ে মাঠে নেমে মাত্র ২৪ বল মোকাবেলা করে তিনটি ছয় ও ১ চারের সাহায্যে ৩৯ রান করেন সাবেক এই ক্রিকেটার। আফতাবের ব্যাটে ভর করেই ১৬০ রান তোলে বাংলাদেশ। এছাড়াও ৩১ বলে ৩৬ রান করেন হান্নান সরকার।

স্কোর : বাংলাদেশ লিজেন্ডস : ১৬০/৯ (২০ ওভার) (আফতাব ৩৯, হান্নান ৩৬, নাজিমউদ্দিন ৩২; এনটিনি শাবালালা ৩৩/২)

Exit mobile version