Site icon Jamuna Television

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্বশুর

শেরপুরের নকলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর হাসমত আলী ওরফে হাসু (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার, দুপুরে তাকে পুত্রবধুর দায়ের করা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। হাসু,উপজেলার পাঠাকাটা কুড়ের-পাড় এলাকার মরহুম জুব্বারের পুত্র।

পুলিশ জানায়, হাসমত আলী ওরফে হাসু’র ছেলে মিজান ঢাকায় কাঁচামালের ব্যবসা করে। সে কয়েক মাস পরপর বাড়িতে আসে। ৬ মার্চ দুপুরে হাসু তার পুত্রবধূকে ঘরের ভিতরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে গতকাল (১৪মার্চ) রাতে পুত্রবধূ নকলা থানায় একটি লিখিত অভিযোগ করেন।অভিযোগের প্রেক্ষিতে আজ তার শশুর হাসুকে প্রেফতার করেছে পুলিশ।

নকলা থানার ওসি মোহাম্মাদ মুশফিকুর রহমান জানান, পুত্রবধূকে তার শশুর ধর্ষণ করেছে বলে এমন একটি লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা তার শশুর হাসুকে গ্রেফতার করি।ভিকটিম পুত্রবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে ও গ্রেফতারকৃত শশুর হাসুকে আদালতে প্রেরণ করলে তাকে আজ বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version