Site icon Jamuna Television

মিয়ানমারের বিভিন্ন জেলায় বাড়ানো হয়েছে ‘মার্শাল ল’

মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী চলমান বিক্ষোভ দমনে দেশব্যাপী বিভিন্ন জেলায় বাড়ানো হয়েছে ‘মার্শাল ল’।

এক বৈঠক শেষে জান্তা সরকার ঘোষণা দেয়, ইয়াঙ্গুনসহ বড় শহর গুলোতে জারি থাকবে সামরিক আইন।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, নিরাপত্তাবাহিনীর রোববারের অভিযানে প্রাণ গেছে কমপক্ষে অর্ধশত মানুষের। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইয়াঙ্গুনে। মূলত রোববার বিক্ষোভকারীরা চীন নিয়ন্ত্রীয় ব্যবসা প্রতিষ্ঠান এবং কারখানায় আগুন ধরিয়ে দেয়ার জেরে বাড়ানো হয়েছে ‘মার্শাল ল’।

বিক্ষোভকারীদের অভিযোগ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে সামরিক বাহিনীকে ইন্ধন দিচ্ছে শি জিন পিং সরকার। বিভিন্ন মানবাধিকার সংগঠন বলছে, ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত মারা গেছে ১২০ জন।

ইউএইচ/

Exit mobile version