Site icon Jamuna Television

কঙ্গোয় অস্ত্রসহ গ্রামবাসীর ওপর হামলা, নিহত কমপক্ষে ১২

কঙ্গোর বেনি শহরের বুলঙ্গ এলাকায় গ্রামবাসীর ওপর হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববারের এ হামলায় আহত হয়েছে আরও অনেকে।

মানবাধিকার সংগঠনগুলোর বরাত দিয়ে গণমাধ্যম বলছে, স্থানীয় সশস্ত্র গ্রুপ অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের অভিযানে এই হতাহত হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাতের আধারে অস্ত্রসহ গ্রামবাসীর ওপর হামলা চালানো হয়। পরে ১২ জনের মরদেহ উদ্ধার করে প্রশাসন।

দেশটিতে প্রায়ই আধিপত্য বিস্তার ও নিজেদের অস্তিত্ব জানান দিতে নিরীহ গ্রামবাসীর ওপর হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীগুলো।

ইউএইচ/

Exit mobile version