Site icon Jamuna Television

করোনা: ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

করোনা মহামারি প্রতিরোধে ব্যর্থতার দায়ে সরিয়ে দেয়া হলো ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী এডুয়ার্দো পাজুয়েলোকে। সোমবার এ ঘোষণা দেন প্রেসিডেন্ট জেইর বলসোনারো।

এ নিয়ে করোনা মহামারির মধ্যে ৩ জন স্বাস্থ্যমন্ত্রীকে পরিবর্তন করলেন দেশটির প্রেসিডেন্ট। যদিও করোনা মোকাবিলায় শুরু থেকেই কড়াকড়ি বা লকডাউন বিরোধী ছিলেন খোদ প্রেসিডেন্ট। এমনকি ভ্যাকসিন নেয়ার বিরোধিতা করে বিবৃতিও দিয়েছেন বলসোনারো।

দেখটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ১৫ লাখের বেশি। যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ।

ইউএইচ/

Exit mobile version