Site icon Jamuna Television

মেসির জোড়া গোলে বড় জয় পেয়েছে বার্সা

লিওনেল মেসির রেকর্ড গড়া ম্যাচে হুয়েস্কাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এই জয়ে রিয়ালকে টপকে টেবিলের ২য় স্থানে ফিরলো কাতালান ক্লাবটি।

জোড়া গোল করেছেন মেসি। এই ম্যাচ দিয়ে ক্লাবের ইতিহাসে জাভি হার্নান্দেসের সর্বোচ্চ ৭৬৭ ম্যাচের রেকর্ড স্পর্শ করলেন এলএমটেন। ঘরের মাঠে তার দারুণ এক গোলেই ম্যাচের শুরু বার্সেলোনার। ৩৬ মিনিটে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্তোনিও গ্রিজম্যান। বিরতির ঠিক আগে রাফা মিরের স্পট কিক গোলে ব্যবধান কমায় হুয়েস্কা। বিরতির পর অস্কার মিনগুয়েজা স্কোর শিটে নাম তুললে ৩-১’এ এগিয়ে যায় বার্সেলোনা। শেষ দিকে লিওনেল মেসি আরও এক গোল করলে ৪-১ ব্যবধানের বড় জয় পায় কাতালান ক্লাবটি।

লিগে এ নিয়ে টানা ১৭ ম্যাচ অপরাজিত বার্সেলোনা। ৫৯ পয়েন্ট নিয়ে উঠে এলো টেবিলের ২য় স্থানে। শীর্ষে থাকা অ্যাটলেটিকো থেকে মাত্র ৪ পয়েন্ট পিছিয়ে।

ইউএইচ/

Exit mobile version