Site icon Jamuna Television

ভয়াবহ তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল কলোরাডো

ভয়াবহ তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল কলোরাডো। সোমবারের ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার গ্রাহক।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, গেলো দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর তুষারপাতের সাক্ষী হলো রাজ্যটি। সতর্কতায় বন্ধ করে দেয়া হয়েছে ডেনভারের আন্তর্জাতিক বিমানবন্দর।

স্থানীয় প্রশাসন বলছে, কোথাও কোথাও বরফের আস্তরণ পড়েছে ৩ ফুট পর্যন্ত। এদিন তুষার ঝড়ের সাথে বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ৭২ কিলোমিটার পর্যন্ত। ঝড়ের কবলে দুর্ঘটনায়ও পড়ে অনেক যানবাহন। বন্ধ হয়ে যায় বিভিন্ন সড়কের যোগাযোগ ব্যবস্থা। সড়ক থেকে বরফ সরাতে হিমশিম খেতে হচ্ছে পরিচ্ছন্নকর্মীদের।

ইউএইচ/

Exit mobile version