Site icon Jamuna Television

চকরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে তিন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে তিন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবান ঘাটা গ্রামে জাকের হোসেন মিস্ত্রির ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ শিশুর মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডের ফলে মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। বয়স্করা বের হয়ে প্রাণে বাঁচলেও অগ্নিদগ্ধ হয়ে মারা যায় জাকের হোসেনের ২ মেয়ে ও এক শিশু সন্তান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন হারবাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর।

অগ্নিদগ্ধ হয়ে নিহতরা হলো- মো. জিহাদ (১২), তার দুই ছোট বোন ফৌজিয়া জন্নাত মিম (৯) ও আফিয়া জান্নাত মিতু (৭)।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ জানান, স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে মর্মান্তিক ঘটনাটি জেনেছি।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা।

চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলের উদ্দেশে বের হলেও অগ্নিকাণ্ডের স্থানটি পাহাড়ি এলাকায় এবং সড়ক না থাকার খবর পেয়ে ফিরে আসে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, অগ্নিকাণ্ডে বসত বাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। হারবাং ফাঁড়ি পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন।

Exit mobile version